রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) থেকে আমিনুল ইসলামঃ তফশীল ঘোষনার সাথে সাথেই সাদুল্লাপুরের ৮টি ইউনিয়নের প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারী এ উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে ভোট নিয়ে নানা বিশ্লেষণ। কে কেমন? কি করেছে? কি করতে পারবে? স্বভাব চরিত্র কেমন? চলবে কি চলবেনা? ভাল মন্দ? কে কত ভোট পাবে, কার এলাকায় ভোট কেমন, কে হচ্ছেন আগামীর চেয়ারম্যান এবং ইউপি সদস্য,সদস্যা। এসব নিয়ে প্রার্থী বিশ্লেষনের হিসাব নিকাশ গল্প গুজব শুরু হয়েছে চায়ের দোকান আর গ্রাম গঞ্জে টং মাচায়।
সম্ভাব্য প্রার্থীরা ছুটছে, সৌজন্য সাক্ষাত আর দোয়া নিতে এবং মটর সাইকেলের শো ডাউন। প্রার্থীদের ঘুম হারাম অবস্থা শুরু হয়ে গেছে, নির্বাচনের ইমেজ, ফ্যাস্টুন, ব্যানার পোষ্টারে গ্রাম গঞ্জের গাছপালা ছেয়ে গেছে। এখন শুধু প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিচয় জানাতে ছবি সহ দোয়া কামনা নিয়ে ব্যস্ত। উপজেলার প্রতি ইউনিয়নে দেখা যাচ্ছে এমন দৃশ্য, এমনি একটি আলোচিত ইউনিয়ন সাদুল্যাপুরের ৬নং ধাপেরহাট ইউনিয়ন।
এ ইউনিয়নে আগামী আসন্ন ইউ,পি নির্বাচনে ২২ টি মৌজার ২৩ হাজার ৭শ ৭৯ জন ভোটার ১২ টি ভোট কেন্দ্রের ৭৩ টি বুথে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ সংক্রান্ত একটি পত্র উপজেলা নির্বাচন অফিস থেকে ইউ,পি কার্যালয়ে পৌছে গেছে, ১৩টি পদের স্থলে ৯০জন প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান নির্বাচিত হবেন ১ জন ঐ পদে দেখা যাচ্ছে ১৩জন, ৩ ওয়াডে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন ৩ জন, মাঠে দেখা যাচ্ছে ১৮ জন, ৩ ওয়াডের ৯ টি ব্লকে মেম্বার নির্বাচিত হবেন ৯ জন, প্রার্থী দেখা যাচ্ছে প্রায় ৫৯ জন। বিভিন্ন পদে ভোটের মাঠে শুধু মাত্র ৬নং ধাপেরহাটেই মাঠে নেমেছেন প্রায় ৯০জন প্রার্থী।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, ধাপেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু, সাধারন সম্পাদক শফিকুল কবির মিন্টু, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম,এস রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকি মিঠু, গাইবান্ধা আওয়ামীস্বেচ্ছা সেবকলীগের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক, ৬নং ধাপেরহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, জাপা প্রার্থী: শহিদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী হিসাবে: সাবেক ইউপি চেয়ারম্যান, শহিদুল ইসলাম শিপন, সাবেক ইউপি সদস্য ও তছলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পরিচালক রুহুল আমিন, মরহুম চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই, শ্রমিক নেতা- নজরুল ইসলাম, সমাজ সেবক রহুল আমিন বিএসসি,ইট ভাটা ব্যবসায়ী জাপা নেতা আবুল কাশেম, জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) ধাপেরহাট ইউনিয়ন সভাপতি মোরশেদ জামাল টুটুল। এবারে এ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্রে জানাগেছে। এ নতুন পদ্ধতিতে অত্র এলাকায় প্রথম ভোট দেয়া নিয়েও সাধারন ভোটার দের মধ্যে বিভিন্ন কৌতুহলের সৃষ্টি হয়েছে।