সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-ের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গতকাল গাইবান্ধা-মাদারগঞ্জ সড়কের সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এ- ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ আজমী, আব্দুর রহমান সরকার, আব্দুল মান্নান আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান সোহেল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিজার রহমান বাদল, কামরুল ইসলাম, আবুল বাসার আব্দুল হান্নান পিন্টু ও কামরুল হাসান মিলন প্রমূখ।