সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঙ্গে সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা। এসময় সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাইদুর রহমান, ছোলায়মান সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাদুল্লাপুরবাসীর উন্নয়নে বদ্ধপরিকর। এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে এবং সম্ভাবনাময় ও সমস্যাগুলো চিহ্নিত করে তা বাস্তবায়নের চেষ্টা করবো। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।