শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত শনিবার রাতে ডেভিড কোম্পানীপাড়া পুস্তক বিক্রয় সমিতির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডঃ জি, এস, এম আলমগীর, মোঃ আব্দুল হাদী সরকার, অ্যাডঃ শাহ নেওয়াজ খান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, মিজানুর রহমান জুয়েল, সাখাওয়াৎ হোসেন জুয়েল, শিরিন আক্তার শেফা, মাহবুবুর রহমান বাবু, মাকছুদা বেগম, রণি চাকী, সাংবাদিক মাসুদ মুকুল, ওস্তাদ মোহাম্মদ আলী খান প্রমূখ। বক্তাগন সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি পূণঃগঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য সিদ্ধান্ত দেন। অনুষ্ঠানে শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরের পুত্র অসুস্থ হওয়ায় দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আকরামুল হক।