রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে দারিয়াপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গাইবান্ধা-ধর্মপুর উপ মহা-সড়কের দারিয়াপুরের চৌ-মাথায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, দারিয়াপুর অঞ্চল শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে দারিয়াপুর অঞ্চল সংগঠক মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাশ, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন, জেলা সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।