বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৪:১৭ অপরাহ্ন
ঢাকা অফিসঃ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি। তার নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নেবে। গতকাল রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলকে বিদায় জানান। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলে আছেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ও এ কে এম ফজলুল হক এবং ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব তৌফিকুল ইসলাম ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলাম। আজ ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ১৪ ডিসেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।