সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে গতকাল বিকালে আসাদুজ্জামান মার্কেটের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির সহঃসভাপতি মোঃ আব্দুল হাদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক ঘাঘট-এর সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি শফিউল ইসলাম ।
বক্তব্য রাখেন এ্যাডঃ জিএসএম আলমগীর, মোহাম্মদ আলী খান, দিলরুবা আলিয়া সুলতানা, মোছাঃ মোকছুদা বেগম, সাখওয়াত হোসেন জুয়েল, মাহবুববার রহমান বাবু, মাকছুদার রহমান, আব্দুল হাদী খন্দকার, মাসুম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরামুল হক রাঙ্গা ।