বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, মহিলা সমিতির নাজমুনন্নাহার শামছি, মোদাচ্ছেরুজ্জামান মিলু, আল ফারুক সরকার মুরাদ, আবেদুর রহমান স্বপন, আতিক বাবু, মোশারফ হোসেন, নুরজাহান বেগম ফেন্সী, ছাকফাতুল আলম প্রমুখ।