শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, আধুনিক পদ্ধতিতে বোরো চাষ করায় ধান উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এবার রোবো ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি বলেন, কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের ধানের পাশা পাশি সবজি, ডাল, পিয়াজসহ অন্যান্য ফসল বাড়ানোর আহবান জানান। তিনি আরও বলেন, চাকুরীর পিছনে না ছুটে উদ্দ্যোক্তা হয়ে কৃষি ও শিল্পে আত্মনিয়োগ করে অনেকেই তাদের জীবনে সাফল্য অর্জন করেছে।
তিনি গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ মৌসুমে আউশ প্রনোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল কৃষিবিদ মোঃ মাসুদার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে হুইপ কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন।