বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গত মঙ্গলবার সমাবেশ, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন গোবিন্দগঞ্জের হরিণমারী আদিবাসীপাড়ায় এসব অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দফা দাবি জানানো হয়।
গত মঙ্গলবার বেলা ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা সমাবেশস্থলে এসে জড়ো হয়। সেখান থেকে সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী পোশাক, তীর-ধনুকসহ দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ঢোল-মাদল বাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও সমাবেশস্থলে এসে শেষ হয়। সেখানে কিছুক্ষণ প্রতিবাদী নাচ ও গানের পর শুরু হয় সমাবেশ।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি বার্ণাবাস টুডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ দিবালোক সিংহ, সিপিবি জেলা সভাপতি অ্যাডঃ শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, তাজুল ইসলাম, অশোক আগরওয়ালা, আলমামুন মোবারক, গণেশ মুরমু প্রমুখ।