সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ প্রশাসনের পাঁচ স্তরের নিরাপত্তা সেলের মধ্যে দিয়ে আজ ১৬ জানুয়ারী শনিবার সুন্দরগঞ্জ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৯টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ভোটের যাবতীয় উপকরণ নিয়ে পৌচ্ছে যান ভোট গ্রহনকারী কর্মকর্তাগণ। সকালে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌচ্ছে দিবে প্রশাসন। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ফোর্স ও বিজিবিকে আইনগত সহায়তা ও নির্দেশনা প্রদানসহ মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় নির্বাচন আচারণ বিধি প্রতিপালনের জন্য ১৪ জানুয়ারী হতে ১৭ জানুয়ারী পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ১০ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণকে নিয়োগ দিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের সংখ্যা অনুয়ায়ী ৫ জন করে পুলিশ সদস্য এবং ৭ জন করে আনছার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশ ও র্যাবের ৩টি মোবাইল ৩টি স্টাইকিং টিম সার্বক্ষণিক টহল প্রদান করবেন এবং ২ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।
নির্বাচনের ভোট গ্রহনের জন্য ৯ জন প্রিজাইডিং, ৪৪ জন সহকারি প্রিজাইডিং ও ৮৮ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫০ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২জন। মেয়র পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন (নৌকা), মোঃ আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল), দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন), আবুল খায়ের মোঃ মশিউর রহমান সবুজ (ধানের শীষ), মোঃ খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), মোঃ আল শাহাদৎ জামান (জগ), মোঃ গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) মার্কা নিয়ে নির্বাচন করছেন। রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যাবতীয় প্রক্রিয়া সর্ম্পূণ করা হয়েছে।