শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ আগস্ট গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজনদের পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। কর্মসূচি শেষে জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
কর্মসূচিতে থাকছে আজ সকাল সাড়ে ১০ টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে দুপুরে ব্যাটমিন্টন, টেবিল টেনিস, বিকেল ৪ টায় আলোচনা সভা ও ক্রীড়াবিদ, সাংবাদিক ও সংগঠকদের পদক প্রদান করা হবে।
এবার পদক পাচ্ছেন, গাইবান্ধা থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, সাবেক ফুটবলার কাদের নেওয়াজ, সাবেক ফুটবলার রেজাউল রহমান বাবলা, ক্রীড়া সংগঠক শাহ মোঃ নুরুল্লাহ জাহাঙ্গীর, ক্রিকেটার নাজমুস সালেহীন লাইফ, এ্যাথলেট নীলাদ্রি সরকার, নারী ফুটবলার কোচ মাহমুদা শরিফা অদিতি ।