সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার প্রতিবাদে আজ ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে ৭ দিন ব্যাপী সকল ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন কর্মসুচী পালন করা হবে। উক্ত কর্মসুচী সফল করার লক্ষে গতকাল হাসান হত্যা প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের নেতৃত্বে প্রচারনা চালানো হয়। এতে অংশ নেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ ইকবাল হোসেন নারী নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, ওয়াজিউর রহমান, জাহাঙ্গীর কবির তনু, আবু রাহেল, বাপ্পী দাস, রোকন উদ দৌলা,ফিরোজ কবির রানা, সেতু, তাঈদ।
আজ সকাল ১১টায় নাট্য সংস্থার সামনে আনুষ্ঠানিক ভাবে কালো পতাকা উত্তোলন করা হবে।