শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমমান মর্যাদা দিয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশের ভবিষ্যত। তাই এদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাঘাটা উপজেলার ফজলে রাব্বী ফাউন্ডেশন এন্ড রিসোর্স সেন্টারের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষার/২০১৮ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি, নাজমুল হুদা দুদু, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক শাহ মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সুপার আব্দুল ওয়ারেছ, অধ্যক্ষ আব্দুল লতিফ, সুপার জসিম উদ্দিন, প্রমুখ। শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।