সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় র্যালি আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল র্যালি জেলা শহরের বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতি সংস্থার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ।
গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও আজকের পত্রিকা গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতি ব্যক্তিত্ব ও জেলা জাতীয় পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।
বক্তব্য দেন গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুনু অর রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, জাহিদ হাসান, মোমেনুর সাগরসহ অনেকেই।