শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও মৎস্য অধিপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ রোখছানা বেগম। সভায় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এস এম ফেরদৌস, সদর উপজেলার সিনিরয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যার্নাজী, গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি উপন্দ্র লাল দাস, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি চিন্তু রায় দাস সফল মৎস্য চাষী আব্দুর রাজ্জাক সহ বিভাগীয় কর্মকর্তা সাংবাদিক জন প্রতিনিধি বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এ জন্য সরকার ব্রক্ষপুত্র ও যমুনা নদীর তীরবর্তী এলাকায় গাইবান্ধা জেলার ৪টি উপজেলায় ৩ হাজার ৫২২ জন জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হবে।