সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ আগামী প্রজন্মরা যাতে করে জাতির পিতা বঙ্গবন্ধু আর্দশ বুকে ধারন করে রাখতে পারে। এজন্যই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। গত কাল রবিবার ভরতখালী ইউনিয়ন পরিষদ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বাষির্কী উদ্যাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি উপরোক্ত কথা বলেন। সংস্লিষ্ট ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন জাহাঙ্গীর, ফুলছড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান দোলন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুদ্ধ কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাব্বীব, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আরশাদ আজিজ রোকন, ইয়াকুব আলী, মাহাবুবুর রহমান, প্রমুখ। ঐদিন বিকেলে হলদিয়া ইউনিয়নের গাড়া মারা সিপি আশ্রায়ন প্রকল্প্রে মাটি ভরাট কাজের উদ্ধোধন করেন, ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, প্রকল্প সভাপতি ইউপি সদস্য আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, রেজাউল করিম, ও জিল্লুর রহমান প্রমুখ।