শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের বিজয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাকা, উপজেলা আ’লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক আমিনুর জামান রিংকু, মোঃ মাসুদ রানা, তানজিমুল ইসলাম জামিল, মোশারফ হোসেন দুলাল, মোস্তাক আহম্মেদ রঞ্জু, দীপক কুমার পাল, মাহামুদা বেগম পারুল, আব্দুল লতিফ প্রমুখ।