বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, আওয়ামীলীগ সরকার দেশের ভাবমূর্তি বৃদ্ধি করে বিশ্বের কাছে একটি অথনৈতিকভাবে শক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং দেশে-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। তিনি বলেন, আওয়ামী লীগের শিকর প্রোথিত রয়েছে বাংলার মানুষের হৃদয়ে। যা কখনই কোনো শক্তি উপড়ে ফেলতে পারবে না। গতকাল মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শাজাহান খান এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। সাদুল্লাপুর বহুমূখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অবঃ) জাকারিয়া খন্দকার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয় খান বিপ্লব।