সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা গতকাল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন কর্মশালাটির উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালার আয়োজন করে এবং সহযোগিতা করেন গাইবান্ধা জেলা প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মোঃ মোশারফ হোসেন। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন এমকেএসএস সাদুল্যাপুরের জেনারেল ম্যানেজার রাহেল ইসলাম। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মোঃ মেহেদি আখতার, জেলা প্রাথমিক অফিসার মোঃ হোসেন আলী, পিটিআই এর সুপার মোছাঃ শামছিয়া আকতার, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপদেষ্টা গোবিন্দলাল দাস, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যক্ষ একেএম শফিকুর রহমান, রওশন আলম রোলেক্স, শৈলেন্দ্র চন্দ্র দাস, আফতাব হোসেন, আখতার হোসেন, শাহনাজ বেগম প্রমুখ।