সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদে গাইবান্ধা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে গতকাল রোববার দুপুরে জজ কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পূর্ব একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে।
পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডঃ হানিফ বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাডঃ রফিকুল ইসলাম বুলু, অ্যাডঃ কাজী আমিরুল ইসলাম ফকু, অ্যাডঃ মিজানুর রহমান মিজান, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, অ্যাডঃ শাহনেওয়াজ খান, অ্যাডঃ আল-ইমরান হাবিবুল্লাহ খন্দকার, অ্যাডঃ খন্দকার আল আমিন প্রমুখ।