সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতসহ চিহ্নিত অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে গতকাল রোববার গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যাগে দলীয় কার্যালয় চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
জেলা আঃলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাঈনুল ইসলাম শিল্পু, সহ-সভপতি আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আঃলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, দীপক কুমার পাল প্রমুখ।