মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী গতকাল মঙ্গলবার গাইবান্ধা সদর হাসপাতালের জন্য হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের কাছে হস্তান্তর করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.আ.ম. আকতারুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, জেলা আঃলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তানজিমুল ইসলাম জামিল, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান রিংকু, বিএমএ জেলা সভাপতি ডাঃ মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাহীনুল ইসলাম. আরএমও হারুন অর রশিদ, অ্যাডঃ জরিদুল ইসলাম, অ্যাডঃ সমীরন কুমার প্রমুখ।
উল্লেখ্যঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অক্সিজেন কন্টিনেটর এবং কোভিড ১৯ এর ৬ হাজার সুরক্ষা সামগ্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের এর তত্ত্বাবধায়নে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নিকট পাঠানো হয়।