শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল সোমবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাঃ আব্দুর রউফ তালুকদার। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ এহসানুল কবির প্রমুখ।
প্রতিযোগিতায় ২৬টি ইভেন্ট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।