শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান ৬টি জটিল রোগে আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে প্রাপ্ত ৬০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এসব অসহায় রোগিদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এসময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রমানিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, সমাজসেবার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান মল্লিক উপস্থিত ছিলেন।
এদিকে একই অনুষ্ঠানে ব্রক্ষ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১শ ২০জন দুঃস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৫লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকার অসহায় ও দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি মানুষ যাতে চিকিৎসাসেবা পায় সে জন্য সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।