সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বালু ব্যবসা থেমে নেই। লিখিত অভিযোগ করলেও বালু ব্যবসায়ীরা দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি করে বালু সরবরাহ করায় এলাকাবাসী কর্তৃক পৃথক পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর খোর্দ্দ টেংরা এলাকায় কতিপয় চিহ্নিত বালু ব্যবসায়ী করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্রাক্টর দিয়ে দীর্ঘদিন থেকে আখিরা নদীর খননকৃত বালু ও মাটি সরবরাহ করায় অত্র এলাকার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা যায়। ঐ এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ব্যক্তি প্রভাব খাটাইয়ে প্রায় অর্ধশত ট্রাক্টর দ্বারা দিবা-রাত্রি বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে ধ্বংস হচ্ছে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এলাকার কাঁচা গ্রামীণ রাস্তা। এলাকাবাসী বালু ব্যবসা বন্ধে বাঁধা দিলেও তাদের দাপটের কাছে এলাকাবাসীর কোন খাওয়া নেই। নিরুপায় হয়ে এলাকাবাসী কর্তৃক গত ০৫/১১/২০১৯ইং তারিখ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উক্ত ট্রাক্টর যোগে বালু সরবরাহ বন্ধে পৃথক পৃথক অভিযোগ দাখিল করলেও অদ্যবধি আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।