সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন

অবরোধ কর্মসূচিতে বাস ছাড়া সবকিছুর চলাচল ছিল স্বাভাবিক

অবরোধ কর্মসূচিতে বাস ছাড়া সবকিছুর চলাচল ছিল স্বাভাবিক

স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের সমর্থনে নেতাকর্মীদের কোনো কর্মসূচি দেখা না গেলেও গাইবান্ধায় যান চলাচল একেবারেই কম। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই জেলা শহরসহ সাত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ-স্থানে অবস্থান নিয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও লোকাল বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে আন্তঃপরিবহন চালানোর কথা থাকলেও দুয়েকটি বাস ছাড়া অধিকাংশ পরিবহন বন্ধ রয়েছে। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। জেলা ও আন্তঃজেলার সব পরিবহন বন্ধ রয়েছে। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বগুড়াগামী যাত্রী মোঃ জামাল উদ্দিন বলেন, বগুড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য সকাল থেকে বাসস্ট্যান্ডে বসে আছি। কোনো বাস চলছে না। এখন বাড়িতে ফিরে যাব।
আরেক যাত্রী আব্দুর রশিদ বলেন, কয়েকদিন থেকে অসুস্থ। রংপুরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য সকাল থেকে বাসস্ট্যান্ডে বসে আছি। অবরোধে বাস মালিকরা বাস ছাড়ছে না। আজ আর রংপুর যাওয়া হচ্ছে না।
গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। দায়িত্ব পালন করতে গিয়ে যারা পুলিশকে মেরেছে এরই মধ্যে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন সুন্দরগঞ্জে ঢিলে-ঢালাভাবে পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিএনপিসহ অবরোধ কর্মসূচি ডাকা দলগুলোর নেতাকর্মীদের পিকেটিং করতে ও মিছিল করতে দেখা যায়নি। কর্মজীবীরা অফিস করেছেন। অবরোধ চলাকালীন সময় সকাল থেকেই রিক্সা, অটোরিক্সা, অটোবাইক চলাচল অন্যান্য দিনের মতো ছিলো স্বাভাবিক। সুন্দরগঞ্জ শহর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বা যাত্রীছাড়া কোনো বাস চলাচল করেনি। আন্তঃ জেলা বা উপজেলারও কোনো বাস চলাচল করেনি। সকাল থেকে তালা ঝুলছিলো উপজেলা বিএনপির কার্যালয়ে। তবে দুপুরে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ বিরোধী মিছিল করা হয়েছে । নাশকতা ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com