রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক গাইবান্ধা জেলা কমিটি ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী।
সুজন-সুশাসনের জন্য নাগরিক গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, প্রবীণ রাজনীতিবিদ ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সুজনের সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক আসাদুজ্জামান মামুন, আরিফুল ইসলাম বাবু, এবিএম ছাত্তার, আফরোজা লুনা, কায়সার রহমান রোমেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন সদস্য অশোক সাহা।
মতবিনিময় সভায় অনুসন্ধানী সাংবাদিকতার ধারণা, গুরুত্ব, পেশাগত বৈশিষ্টাবলী, অন্তর্নিহিত দুর্বলতা, প্রতিবন্ধকতা ও উত্তরণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।