শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
কঞ্চিবাড়ী (সুন্দরগঞ্জ) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহরুপ নেয়ায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ৪৭টি এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ১৭টি। টানা ১০ দিন ধরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা শিবির গড়ে উঠায় এবং বেশিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি ঢুকে পরায় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-উর-রশিদ জানান, চরাঞ্চলে অবস্থিত ২১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পরায় পাঠদান বন্ধ হয়ে গেছে। এছাড়া চরের শিক্ষার্থীরা এখন বন্যা শিবিরে অবস্থান করছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল জানান, মাধ্যমিক স্তরের বেশিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র চালু করায় পাঠদান বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। পানি সরে গেলে পাঠদান চালু করা হবে।