বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জহুর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ি গ্রামে কলা গাছের ভেলায় চরে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বন্যার পানিতে এলাকা নিমজ্জিত হওয়ায় ভেলায় চড়ে চারিতাবাড়ি গ্রামের মৃত মানিক উল্ল্যার ছেলে জহুর স্থানীয় বিবিসির মোড় নামক স্থানে প্রয়োজনীয় বাজার করতে যায়। সেখান থেকে ফেরার পথে ভেলা চালানো বাঁশ বিদ্যুতের তারে স্পর্শ করলে জহুর ছিটকে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেন।