শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে নকল কৃষি ভুর্তুকী কার্ড তৈরির দায়ে গত সোমবার রাত সাড়ে ৮ টায় মৌমিতা কম্পিউটার সেন্টার সীলগালা করেছে প্রশাসন। এর আগে গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া ও উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ অভিযান চালিয়ে উপজেলা রোডের মৌমিতা কম্পিউটার সেন্টারে অভিযান চালায়। অভিযানকালে নকল কৃষি ভুর্তুকী কার্ড তৈরির সরজামসহ ৪ টি কম্পিউটার জব্দ ও কর্মচারী বিপ্লব চন্দ্র শীলকে আটক করলেও কম্পিউটার সেন্টারের প্রোঃ আব্দুল মতিনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিপ্লব চন্দ্র শীলের ব্যবহৃত কম্পিউটারটিতে নকল ভুর্তুকী কার্ড তৈরির প্রমান না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু অপর ৩ টি কম্পিউটারে নকল কৃষি ভুর্তুকী কার্ড তৈরির প্রমান পাওয়ায় মৌমিতা কম্পিউটার সেন্টারটি রাতেই সীলগালা করা হয়। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।