শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে চার মাদ্রাসায় শতভাগ পাশ

সুন্দরগঞ্জে চার মাদ্রাসায় শতভাগ পাশ

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ এইচ.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ এ সুন্দরগঞ্জ উপজেলায় চারটি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা, ছাইতানতলা আলিম মাদ্রাসা, চন্ডিপুর এজিএম আলিম মাদরাসা ও রামজীবন আলিম মাদ্রাসা। এর পরেই ৯৬% পাশ করেছে ভুরারঘাট এম.ইউ ফাজিল মাদরাসা। ৫০% পাশ করে সর্বনিম্ম অবস্থানে রয়েছে বোয়ালী দারুল উলূম মাদরাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ ১৫টি কারিগরি কলেজ ৮টি ও মাদরাসা ৯টিসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মাদরাসা শাখায় পাশের হার ৯৪%, কারিগরি শাখায় ৮৫% ও সাধারণ কলেজ শাখায় ৬৬%। কারিগরি কলেজগুলোর মধ্যে ৯২% পাশ করে সর্বোচ্চ ফলাফল করেছে আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি কলেজ। ৫০% পাশ করে সর্বনি¤েœ রয়েছে ধর্মপুর এসআইডি কারিগরি কলেজ। সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৭% পাশের হার ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজে। ৪২% পাশ করে সর্বনি¤œ অবস্থানে রয়েছে শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ ও ঘগোয়া স্কুল এন্ড কলেজ। তবে সীচা শুভজান জুলেখা আলিম মাদ্রাসা ও বজরা কঞ্চিবাড়ী এইউ কারিগরি কলেজ থেকে কেউ পরীক্ষায় অংশ নেয়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূঃ মাহমুদ হোসেন মন্ডল জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান দুটোর কার্যক্রম ঢিলে-ঢালা। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com