সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাগণের যুদ্ধকালীন স্মৃতি ভিত্তিক প্রামান্য চিত্র নির্মাণ প্রকল্প গল্পে গল্পে মুক্তিযুদ্ধ এর উদ্বোধন কর হয়। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম প্রমুখ। মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলুর মুক্তিযুদ্ধকালীন স্মৃতি সংরক্ষণের মাধ্যমে প্রকল্পের সূচনা করা হয় এবং তার প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।