সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুড়বাড়ীতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী পাতা খেলা। পাতা খেলার মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সুমন, আব্দুর রশিদ সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান মধু।
পাতা খেলার এই ফাইনাল ম্যাচে বিজয়ীদের মাঝে ৩টি খাসি, ১টি বাইসাইকেল ও ৪টি মোবাইল সেট পুরস্কার হিসেবে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সালাম সরকার। মাসব্যাপী এই পাতা খেলার আয়োজন করা হয়।