শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ওয়াসিম (৩০)। সে বুজরুক বোয়ালিয়া প্রগতিপাড়া গ্রামের এমদাদ আলীর পুত্র।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌরঙ্গী মোড় এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক ওয়াসিমকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।