বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ: যাত্রীদের দুর্ভোগ

গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ: যাত্রীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ এনে গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গতকাল শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। বিকেলে আলহামরা কাউন্টার ম্যানেজার হারুন মিয়া জানান, দিনভর গাইবান্ধা থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে। গাইবান্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী আলহামরা, এসআর, শ্যামলী, হানিফ, অরিনসহ সব বাস টার্মিনালে পড়ে আছে। বন্ধ রয়েছে বাস কাউন্টারগুলো। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। বাস মালিক সমিতির অভিযোগ, স্থানীয় শ্রমিক সংগঠন গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী প্রতিটি বাস থেকে ৩৬০ টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা ৪৪০ টাকা করে আদায় করছেন। এ ছাড়া পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জেও অতিরিক্ত ৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com