শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নি¤েœাক্ত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, পরে শোক র্যালী এবং শহীদ মিনারে আলোচনা সভা। এছাড়া দুপুরে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সন্ধ্যায় শহীদ মিনারে বঙ্গবন্ধুর জীবনি ভিত্তিক চলচিত্র প্রদর্শন।